শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ভবানীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে গত শুক্রবার (৯ জুন) বিকালে সাহিত্য আড্ডা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
“বর্ণবাতি সাহিত্য একাডেমি” কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও ছড়াকার সাহেব মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. আবুল কালাম আজাদ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার মাসিক কুঁড়ি সম্পাদক এম এ খালেক , কবি ও প্রাবন্ধিক জয়ন্ত দেব, শেরপুর সাহিত্য চক্রের আহ্বায়ক সুলতান মাহমুদ রনি, মনন সাহিত্য সংগঠেরর প্রতিষ্ঠাতা সভাপতি – কবি মোখলেছুর রহমান আরজু ও সাধারণ সম্পাদক – কবি রাজিবুজ্জান রাজিব। সঞ্চালনায় ছিলেন কবি মো. আমিনুল ইসলাম।
এতে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বেলাল ফকির,কবি কবি গোলাম মোস্তফা, কবি আমিনুল ইসলাম, কবি মুসান্না হাবীব, কবি ইমরুল হাসান কাজল, কবি সেলিম রেজা, কবি মীর এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে পদ্মশালিক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ সম্পাদিত “জোছনার ফুল” যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।