সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / স্মার্ট কর্মসংস্থানের কোনো বিকল্প নেই: জুনাইদ আহমেদ পলক

স্মার্ট কর্মসংস্থানের কোনো বিকল্প নেই: জুনাইদ আহমেদ পলক

শেরপুর নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষতা-যোগ্যতা অর্জন করতে পারলে এ দেশের কেউ বেকার থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হলে এদেশের প্রতিটি মানুষ দ্রুত সেবা পাবেন।

সম্প্রতি লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারা বিশ্বে ডিজিটালাইজেশন হয়েছে শহর থেকে গ্রামের দিকে। আর বাংলাদেশে শেখ হাসিনা ডিজিটালাইজেশন করেছেন গ্রাম থেকে শহরের দিকে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলায় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সংসদ-সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক (উপসচিব) মো. হুমায়ুন কবির।

আরও বক্তব্য দেন ফ্রি ল্যান্সার মো. সাদির হোসেন রাহিম, ব্র্যাকের প্রতিনিধি মো. ওবায়দুর রহমান, রবিন চন্দ্র মজুমদার, বিবি ফাতেমা মীম ও মো. তানজিল প্রমুখ।

 

Check Also

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন

শেরপুর নিউজ ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =

Contact Us