Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটে ধর্ষক ও ভিকটিমের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ

ধুনটে ধর্ষক ও ভিকটিমের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ

ধুনট(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণের পর অবৈধ গর্ভপাত মামলার আসামী আসাদুল সেখ (৫৫) ও ধর্ষনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী নারীর ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

রোববার (১১ জুন) ঢাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদর দপ্তরের সংশ্লিষ্ট সদস্যরা তাদের নমুনা সংগ্রহ করেন। আদালতের আদেশে সোমবার রাতে বগুড়া কারাগার থেকে আসামী আসাদুল ও হিজুলী গ্রাম থেকে ভিকটমকে মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলমের মাধ্যমে সিআইডির সদর দপ্তরে পাঠানো হয়। আসামী আসাদুল ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের গোলাজার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাগাটিয়া গ্রামের এক দিনমজুরের বুদ্ধিপ্রতিবন্ধী বিধবা মেয়ে (৩৫) নিজ বাড়িতে একাই বসবাস করে। ২০২৩ সালের জানুয়ারী মাসে আসাদুল ওই নারীকে বিধবা ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে ধর্ষণ করে। এরপর একই বাড়িতে একাধিক বার শারীরিক সম্পর্কে ওই নারী অন্তঃসত্বা হয়ে পড়ে।

স্থানীয় ভাবে চিকিৎসায় ২১এপ্রিল ওই নারীকে তার নিজ বাড়িতে গর্ভপাত করানো হয়। পরে নবজাতকের মৃতদেহ ওই নারীর বাড়ির পাশে ঘাসের জমিতে মাটির নীচে পুতে রাখে আসাদুল। সংবাদ পেয়ে ২২ এপ্রিল রাতে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে ২৩ এপ্রিল আসাদুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পুলিশ ২৪ এপ্রিল আসাদুলকে গ্রেফতার করে বগুড়া কারাগারে পাঠায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ধর্ষণের পর অবৈধ গর্ভপাত ও নবজাতকের লাশ মটিতে পুতে রাখার ঘটনাটি প্রমাণে আইনগতভাবে যা প্রয়োজন তা আমরা করছি। ভিকটিম নারীর বয়স নির্ধারণ, ধর্ষণের প্রমাণে ডাক্তারি পরীক্ষা, নবজাতকের মৃতদেহের ময়না তদন্ত সহ ভিকটিম এবং আসামীর ডিএনএ পরীক্ষা করার ব্যবস্থা করেছি। এসব প্রতিবেদন হাতে এলে আদালতে দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে।

Check Also

ধুনটে উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এম,এ রাশেদ: ধুনট উপজেলা বিএনপির কর্মী সমাবেশ শনিবার (২৬ই অক্টোবর) বিকেলে বগুড়া ধুনট সরকারি নঈম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =

Contact Us