Home / বগুড়ার খবর / শেরপুর / শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগণের জীবন মান উন্নয়নে বিশ্বাসী- মজিবর রহমান মজনু

শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগণের জীবন মান উন্নয়নে বিশ্বাসী- মজিবর রহমান মজনু

শেরপুর নিউজঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বাসী। সেই লক্ষ্যেই সকলের জীবনমান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে সরকার। সরকারের এই উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের সহযোগিতামুলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

রবিবার (১১ জুন) বিকালে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামুল্যে ভেড়া, গৃহনির্মাণ সামগ্রী ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহাজামাল সিরাজী, সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান পিএএ।

পরে প্রধান অতিথি শেরপুর উপজেলার ২৯২টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামুল্যে দুটি করে ভেড়া, গৃহনির্মাণ সামগ্রী ও খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Check Also

শেরপুরে আ’লীগের সাবেক দুই এমপিসহ ১৪৭ জনের বিরুদ্ধে মামলা, আটক ৫

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সশস্ত্র হামলা ও মারপিটের অভিযোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 10 =

Contact Us