সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / তাপদাহে বিশুদ্ধ পানি সরবরাহ করবে বগুড়া জেলা পুলিশ

তাপদাহে বিশুদ্ধ পানি সরবরাহ করবে বগুড়া জেলা পুলিশ

শেরপুর নিউজঃ বগুড়ায় তীব্র তাপদাহে ওষ্ঠাগত বাস যাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারী ও পুলিশ সদস্যদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, জুস, মাঠা বিতরণ করেছে বগুড়া জেলা পুলিশ।

রোববার ( ১১ জুন) সকালে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে সাতমাথা, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও দত্তবাড়ীতে শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য অস্থায়ী ট্যাংক স্থাপন করেছেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাস যাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারন পথচারীরা।

টানা কয়েকদিনের তীব্র তাপদাহে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অধিকাংশ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছে না। কিন্তু খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো নিরুপায় তাদের দৈনিক কাজ না করলে চলে না তাদের সংসার। তীব্র তাপদাহকে উপেক্ষা করে জীবন বাঁচাতে নিজ কর্ম ব্যস্ততায় ছুটে চলছে অনেকেই। এসময় পুলিশ সুপার তীব্র গরমে সুস্থ থাকতে নিয়মিতভাবে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে এমন কথা জানান।

পথযাত্রী লাল মিয়া জানান, তীব্র তাপদাহে পুলিশ সুপার নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। তীব্র তাপদাহের মধ্যে এটা চলমান থাকলে খেটে খাওয়া সাধারন মানুষ উপকৃত হবে।

চল্লিশ বছরের রিক্সা চালক মোজাফ্ফর জানান, এই তীত্র তাপদাহে সংসার চালাতে রিক্সা নিয়ে বের হতে হয়েছে। এই বিশুদ্ধ পানির সাথে খাবার স্যালাইন পেলাম। যা আমাদের মত খেটে খাওয়া মানুষের কাছে যেন অমৃত।

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, চলমান তীব্র দাবদাহে কর্মজীবী মানুষেরা তৃষ্ণার্ত হয়ে পড়েন। পথচারী মানুষদের তৃষ্ণা মেটাতে পুলিশের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। তারা নির্বিঘ্নে বিশিুদ্ধ পানি পান করবেন। পাশাপাশি পুলিশ সদস্যরা প্রচন্ড রোদে হাইওয়ে সড়কসহ শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে থাকেন। তারাও এই বিশুদ্ধ পানি পান করবেন। এজন্য জেলা পুলিশ প্রতিদিন এই বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলাম, সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ, সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবর রহমান প্রমুখ।

Check Also

শেখ হাসিনার মতো আর স্বৈরাচার সরকার চাই না : মান্না

শেরপুর নিউজ ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দীর্ঘ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 1 =

Contact Us