শেরপুর নিউজ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি ‘জয়সেট সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। এ সেন্টারসমূহ উপজেলা সদরের হাব হিসেবে গড়ে উঠবে। এই জয়সেট সেন্টারে প্রশিক্ষণ নিয়ে ফুলবাড়ী উপজেলার হাজার হাজার ছেলে-মেয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে। তারা ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পরবে।
রোববার (১১ জুন) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে জয়সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ শিক্ষা ও চিকিৎসা সেবার ওপর গুরুত্ব সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্বাবধায়নে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফুলবাড়ী সার্কেল এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার (আইসিটি) মোছা. তাছলিমা খাতুন প্রমুখ।
এরপর তিনি বিকেল সাড়ে ৩টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারাপুর গ্রামে নরওয়ের সহযোগিতায় ‘লিসা ওয়ান থাউজেন্ট ডেইস লাইফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হসপিটালের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিসা ওয়ান থাউজেন্ট ডেইস লাইফ হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্ম্মেদ পলক বলেন, এই হসপিটালের দ্বারা এলাকার মানুষ অল্প খরচে বিশ্বমানের সেবা গ্রহণ করতে পারবে। রেজওয়ানা কবির সারার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টর সোভেনসেন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম কিবরিয়া চৌধুরী, ওয়ান থাউজেন্ট ডেইস লাইফ হসপিটাল এর পরিচালক আব্দুস সামাদ চৌধুরী প্রমুখ।