শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুরে ১০৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের মো. রাহিম হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের দুলাল হোসেনের ছেলে মো. রাহিম হোসেন (২৪), গোপালপুর গ্রামের রমজান আলীর ছেলে রানা পারভেজ (২৯) ও শেরপুর পৌরশহরের বারদুয়ারীপাড়ার মৃত হাজী নইমুদ্দিনের ছেলে রহুল আমিন ওরফে নাদিম (২৬)।
শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, অভিযানকালে তাদের নিকট থেকে ইয়াবাসহ নগদ ৩০ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।