সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / নৌকার কর্মীদের মারধরের অভিযোগ হাতপাখা প্রার্থীর বিরুদ্ধে

নৌকার কর্মীদের মারধরের অভিযোগ হাতপাখা প্রার্থীর বিরুদ্ধে

শেরপুর নিউজ ডেস্কঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হাতপাখা প্রতীকের প্রার্থী ও তাদের কর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ কর্মীদের মারধর করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় সাধারণ ভোটারদের বাধা প্রদান ও সেন্টারে দাঁড়ানো মহিলাদেরকে ধর্মীয়ভাবে বেহেস্তের লোভ দেখিয়ে ভোট দান ও কেন্দ্রের বহিরাগত সন্ত্রাসী লাঠি ও তলোয়ার নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রধান নির্বাচন এজেন্ট মো. আফজালুল করিম। সিটি নির্বাচনে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের দপ্তরে সোমবার (১২ জুন) দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেন আফজাল ।

এতে বলা হয়, ২২নং ওয়ার্ডের ৮৭নং কেন্দ্র সাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ৬নং ওয়ার্ডের ২৯নং কেন্দ্র এ করিম আইডিয়াল কলেজ, চব্বিশ নং ওয়ার্ডের ৯৫নং কেন্দ্র পূর্ব রুপাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ডের ১৮নং কেন্দ্র মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডের ১২নং কেন্দ্র পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ডের ৪২নং কেন্দ্র একে ইনস্টিটিউশন।

লিখিত অভিযোগে দাবি করা হয়, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বিষয়টি অবহিত করলেও তারা অসহযোগিতা করছেন।

Check Also

প্রধান ‍উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =

Contact Us