শেরপুর নিউজ ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় বগুড়ায় দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।
সোমবার (১২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের ফতেহ আলী মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা এ ঘটনার নিন্দা জানিয়ে নানা ধরণের স্লোগান দিতে থাকেন। পরে মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার নায়েবে আমীর আব্দুল হক আজাদ, সভাপতি আ ন ম মামুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক প্রভাষক শাহজাহান আলী, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সবুর এবং সদস্য শাহ জালাল।
সমাবেশে বক্তারা বলেন, আবারও প্রমাণ হলো এই সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। আজ যে রক্ত ঝড়েছে সেই রক্ত বৃথা যেতে দিব না। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আরও বড় কর্মসূচি দেয়া হবে।