শেরপুর নিউজ ডেস্কঃ নির্বাচনের অনিয়ম অভিযোগ তুলে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সঙ্গে আগামী ২৫ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বয়কট করেছে দলটি। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা হয়েছে। প্রতিবাদে আগামী শুক্রবার (১৬ জুন) বাদ জুম্মা সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাঁদমারি মাদ্রাসায় এক জরুরী সংবাদ সম্মেলনে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে চরমোনাইয়ের পীর বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এটা আমরা আরো আগেই বলেছি।