শেরপুর নিউজ ডেস্কঃ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেছেন, ঈদ উপলক্ষে কোরবানীর হাট, মার্কেট শপিংমল থেকে শুরু করে সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সড়ক যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি পুলিশ র্যাব সদস্যরা সড়কে কাজ করবেন। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ঈদের ছুটি থাকবে না। তারা রাস্তায় কাজ করবেন। সাধারণ মানুষ যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করতে হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাসুম আলী বেগ, পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, বগুড়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি টি জামান নিকেতা, র্যাব ১২ বগুড়ার অধিনায়ক মীর মনির হোসেন, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. সাইরুল ইসলাম, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়ার বিভিন্ন পৌরসভার মেয়র, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালীম বক্তব্য রাখেন।
প্রস্তুতি মূলক আলোচনা সভায় ঈদ উপলক্ষে ঘরমূখি মানুষ যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা করা, কোরবানী পশু হাটে যাতে অতিরিক্ত টোল আদায় না করা হয়। হাট গুলোতে যথেষ্ট নিরাপত্তা, ক্রেতা বিক্রেতার টাকা সুরক্ষিত রাখা, বিক্রেতাদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। রাস্তার ধারের হাট গুলোতে যাতে রাস্তায় ট্রাক থামিয়ে গরু তোলা নামানো না হয়।
গাড়িতে মলম পার্টি, অজ্ঞান পার্টি, সন্ত্রাসীর হামলা, গরুর ট্রাকে চাঁদাবাজী, কোরবানীর বর্জ্য দ্রুত অপসারণ, নির্দিষ্ট স্থানে কোরবানী করা, ঈদগাহে নিরাপত্তা নিশ্চিত করে নামাজ আদায়ের ব্যবস্থা করাসহ বিস্থারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় কোরবানীর পশুর চামড়া সংরক্ষনের জন্য পর্যাপ্ত পরিমাণ লবন সরবরাহ করা নিয়েও আলোচনা করা হয়।
এছাড়াও বগুড়া শহরের সুত্রাপুরস্থ কেন্দ্রিয় ঈদগাহের জামাতের ইমাম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সেই সাথে আগামী কোরবানীর ঈদে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় করার সিদ্ধান্ত নেওয়া হয়।