Home / বিনোদন / সংসদে গান গাইলেন মমতাজ

সংসদে গান গাইলেন মমতাজ

শেরপুর নিউজ ডেস্কঃ সংসদ অধিবেশনের বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন নিয়ে দুটি গান শুনিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে আগে দেয়া তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা সমালোচনারও জবাব দিয়েছেন তিনি।

সোমবার (১২ জুন) সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় বক্তব্য দিতে গিয়ে মমতাজ গানের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

তাঁর গানের কথাগুলোর মধ্যে ছিল- ‘লোকে বলে, বাংলায় যতদিন রবে ওই পদ্মা মেঘনা বহমান/ ততদিন রবে কীর্তি তোমার, তুমি শেখ মুজিবুর রহমান/ আমি বলি, না– লোকে তো জানে না, ওই কীর্তি রবে তোমার কতদিন/ হাজার বছরের শ্রেষ্ঠ নও, তুমি শ্রেষ্ঠ রবে ওই ততদিন/ ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন…।

নিজের বক্তব্যের শেষে মমতাজ সরকারের উন্নয়ন নিয়েও গান শোনান। সেই গানটির কথাগুলো হচ্ছে- ‘ওরে রাখব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা/ শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা/ পদ্মা সেতু পদ্মা নদীতে/ এগিয়ে চলছে দেশ দ্রুতগতিতে/ করল আবার সমুদ্রজয়/ সমুদ্র সম্পদ আহরণে নাই আর কোনো ভয়/ এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা/ আজকে উপকার পাইতেছে কত মাতা-পিতা।

এর আগে ২০১৭ সালে সংসদে ‘দেশে বিদ্যুৎ ফেরি করে বিক্রির পরিস্থিতি হয়েছে’ বলে নিজের দেয়া এক বক্তব্যের কথা উল্লেখ করে মমতাজ বলেন, ‘এক দল লোক যারা সরকারের ভালোকে দেখতে পারে না, তারা নানাবিধ কুকথা ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার দিনরাত চালাচ্ছে। আজকের এই যে বাজেট দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা প্রতি বছর বাজেট বাড়াতে পারছি। মানুষকে আজ সুখে-শান্তিতে রাখতে পারছি। যদি ঘরে ঘরে বিদ্যুৎ না যেত, এটা কোনোভাবেই সম্ভব হতো না। যারা দেশটাকে ধ্বংস করার পাঁয়তারা করছে, তাদের মুখে বড় বড় কথা শুনতে হয়। আমাদের সত্য কথাকে তারা মিথ্যা বানিয়ে ট্রল করার চেষ্টা করছে। এটা বড়ই দুঃখজনক, বড়ই হতভাগা আমরা।’

Check Also

‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

শেরপুর নিউজ ডেস্ক: প্রায় আট বছর পর লাল গোলাপ অনুষ্ঠান নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন সাংবাদিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =

Contact Us