শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ায় বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সদরের সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকায় অবস্থিত গ্রীন রিসোর্টে থেকে হাঁসের মতো পা যুক্ত এই তক্ষক উদ্ধার করা হয়। এ সময় রিসোর্টটির ম্যানেজারকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তির নাম মেহেদী হাসান মন্ডল। তিনি সোনাতলা উপজেলার হুয়াকুয়া এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে। আটককৃত ব্যক্তির দাবি, ওই তক্ষকের দাম আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (১৪ জুন) বেলা ১২ টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, জরুরী পরিসেবা ৯৯৯ কলে জানতে পারি প্রতারণার লক্ষ্যে বিলুপ্ত বিরল প্রজাতির তক্ষক পালন করছে। খবর পেয়ে লিশের একটি দল সদরের সাবগ্রাম এলাকায় গ্রীণ রিসোর্টে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করেগ। এ সময় পুলিশ এক ব্যক্তিকে আটক করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত তক্ষকটি প্রায় ৭-৮ ইঞ্চি লম্বা। বিলুপ্ত বিরল প্রজাতির এই তক্ষক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন এবং এ ব্যাপারে পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।