সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ

বগুড়ায় দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ায় আগামী শুক্রবার (১৬জুন)ভোর ৪টা থেকে ১৮ জুন রোববার (১৮ জুন) পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বগুড়ার বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট এলাকা পর্যন্ত ৫ হাজার ৩০০ মিটার পথে ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন নতুন করে প্রতিস্থাপন করা হচ্ছে। প্রতিস্থাপনের কারণে দু’দিন গ্যাস সরবরাহ করা যাবে না বলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)-এর কর্মকর্তারা জানিয়েছেন।

পিজিসিএল বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অনুপ কুমার জানান, এ কার্যালয়ের আওতাধীন এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের রাস্তা প্রশস্তকরণ কাজ চলছে। এ জন্য বগুড়ার বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট এলাকার ৫ হাজার ৩০০ মিটার পথে ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন নতুন করে প্রতিস্থাপন করেছে পিজিসিএল।

প্রতিস্থাপিত লাইনে স্থায়ীভাবে গ্যাস প্রবাহের জন্য ১৬ জুন ভোর ৪টা থেকে ১৮ জুন ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পিজিসিএল পুরাতন লাইন বাতিল করে নতুন লাইনে গ্যাস সরবরাহ সংযোগ দেয়ার কাজ করবে। এ জন্য ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =

Contact Us