শেরপুর নিউজ ডেস্কঃ প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে বগুড়া পৌর পার্কে ‘পৌর স্বাধীনতা চত্বর’ নির্মাণ করা হচ্ছে। বগুড়া পৌর এ্যাডওয়ার্ড পার্কের ওস্তাদ আলাউদ্দিন মঞ্চের স্থলে এ বছরের মধ্যেই এর নির্মান কাজ শেষ হবে। মহান মুক্তিযুদ্ধে বগুড়ার অবদান স্মরণীয় করতে এই স্বাধীনতা চত্বর নির্মাণ করা হচ্ছে।
পৌরসভার অর্থায়নে এটি নির্মিত হলে বগুড়ার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত মঞ্চ হিসেবে পৌরসভার অনুমতি সাপেক্ষে এটি ব্যবহার করতে পারবে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শামীম জানান, ৫৫ লাখ ৭০ হাজার টাকা বেশি ব্যায়ে এই চত্বর নির্মাণ করা হচ্ছে। মেসার্স ইয়াছিন ট্রেডার্স এই নির্মাণ কাজ করছেন। প্রাথমিক কাজ শেষের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ আগস্ট।
পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস জানান, বগুড়া পৌর এলাকায় স্বাধীনতার চত্বর নেই। মুক্তিযুদ্ধের ৫০ বছর পর পৌরসভার বর্তমান পরিষদ এটি করছে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করা হবে।
পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা জানান, এটি তার নির্বাচনী ইস্তিহার ছিলো। এই চত্বর নির্মানের মূল উদেশ্য হলো মহান স্বাধীনতার যুদ্ধে শহীদ বীর সেনানীদের স্মরণে পৌর স্বাধীনতা চত্বর নির্মাণ করা হচ্ছে। লাখো শহীদের রক্তে ভেজা এই মাটির সন্তানদের স্মরণ করতেই এই চত্বর। তিনি আরও জানান, পৌরসভার অনুমতি সাপেক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এই চত্বরে অনুষ্ঠান করার অনুমতি পাবেন। তিনি স্থাপনা সম্পর্কে বলেন, অনেক শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার উদিত সূর্য বোঝানো হয়েছে এই স্থপনায়। সূর্য যেমন সকলকে সমান আলো দেয় তেমনি এই স্থাপনা সকল মানুষের জন্য একটা চত্বর হয়ে থাকবে।
এদিকে (১৪ জুন) বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্থাপনা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার মেয়র এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এদিকে পৌর স্বাধীনতা চত্বরের স্থপতি প্রকৌশলী হাবীবুর রহমান জানান, পৌর স্বাধীনতা চত্বর বিশেষ একটি কনসেপ্ট থেকে করা হয়েছে। এখানে ৭ টি স্তম্ভ রয়েছে। পিছনে তিনটি স্তম্ভ রয়েছে যে গুলো ৭ টি বার দিয়ে যুক্ত করা। আবার দুই পাশে দুটি করে স্তম্ভ রয়েছে সেই স্তম্ভ গুলোও ৭টি বার দিয়ে যুক্ত করা। ৭ টি স্তম্ভ এবং ৭টি বার দিয়ে যুক্ত করার অর্থ হচ্ছে ৭ জন বীরশ্রেষ্ঠ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধকালীন বগুড়া ছিল ৭ নম্বর সেক্টরে। তিন ৭ এর সমন্বয় করা হয়েছে। তিনি আরও বলেন স্বাধীনতার ভোরের সূর্য বোঝানো হয়েছে আর স্তম্ভ‘র ভিতরে ফাঁকা রাখার অর্থ হলো স্বাধীনতার আলো সব দিক থেকেই আসবে।