কাহালু (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের নিশ্চিন্তপুর (দামকুড়ি) গ্রামের একটি পুকুর থেকে রেজিয়া বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
(১৪ জুন) বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ওই গ্রামের একটি পুকুর থেকে তার লাশ পুলিশ উদ্ধার করে। রেজিয়া বেগম বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে। জানা যায়, রেজিয়ার নারহট্ট ইউনিয়নের কড়ইগোকুল গ্রামের মিজান আলীর সাথে বিয়ে হয়েছিল। কিন্তু মস্তিষ্ক বিকৃতির কারণে স্বামী মিয়াজান আলী ঘটনার দুই তিন মাস আগে তাকে তালাক দেয়।
এরপর রেজিয়া একই গ্রামে তার দুলাভাই বেলালুরের বাড়িতে থাকতো। বেলা ২ টার দিকে সে তার দুলাভাইয়ের বাড়ি থেকে বের হয়ে যাবার পর আর বাড়ি ফিরেনি। পরে ওই পুকুর থেকে তার মরদেহ পাওয়া। কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান রেজিয়া মানসিক রোগী ছিল।