সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

শেরপুর নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।

Check Also

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Contact Us