ধুনট (বগুড়া) প্রতিনিধি ঃ ধুনট উপজেলায় ব্যাটারি চালিত অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিধান চন্দ্র সরকার (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেচিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বিধান চন্দ্র পেচিবাড়ি গ্রামের সবুজ চন্দ্র সরকারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিধান চন্দ্র জীবিকার তাগিদে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। বুধবার রাতের খাবার শেষে পাশের ঘরে অটোভ্যান চার্জে দিতে যায়। এসময় অসাবধানতা বশত বিদ্যুতপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।