সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / তৃতীয় দিনেই জয়ের হাতছানি

তৃতীয় দিনেই জয়ের হাতছানি

শেরপুর নিউজ ডেস্কঃ বর্ষার প্রথম দিনেও যেন মিরপুর টেস্টে শরতের আকাশ! ক্ষণে ক্ষণে রং বদল। কখনও উইকেট বৃষ্টি, কখনও রানের ফোয়ারা ছোটে ২২ গজে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন এ দুই রোমাঞ্চই ছিল। প্রথম দুই সেশনে মুড়িমুড়কির মতো উইকেট পড়তে দেখা গেল। শেষ সেশনে হলো রান। সেদিক থেকে বলাই যায় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটি উপভোগ্য ছিল বেশ। ১৬টি উইকেট পতনের দিনেও ৩০০ রান যোগ হয় স্কোর বোর্ডে। বেশি আনন্দদায়ক ছিল বাংলাদেশের তিন পেসারের বোলিং দেখা। এবাদত হোসেনের এক চ্যানেলে বল করা, বাউন্সার ডেলিভারি দিয়ে ব্যাটারের মনে আতঙ্ক ছড়ানো এবং নিয়মিত বিরতিতে উইকেট নেওয়া ক্ষুণে মেজাজের একটা পরিবেশ তৈরি হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একটা প্রশ্নের উত্তরও জানা হলো– অনুকূল উইকেট দেওয়া হলে দেশের মাটিতে পেসাররাও ভয়ংকর। এক দিনে এত কিছু ঘটে যাওয়ায়, ঢাকা টেস্টের ফলাফলও দেখা যাচ্ছে দ্বিতীয় দিনশেষে। বাংলাদেশ ম্যাচটি জিততে যাচ্ছে বড় রান ব্যবধানে। ইনিংস ব্যবধানে জয়ের পথ রুদ্ধ হয়ে গেছে স্বাগতিকরা ফলোঅন না করায়। প্রতিপক্ষের প্রতি সম্মান দেখাতে দলগুলোকে এখন আর ফলোঅন তেমন একটা করেও না। আফগানিস্তানকে ১৪৬ রানে গুটিয়ে দেওয়ার পরও তাই ফলোঅন ডাকেনি বাংলাদেশ। বরং ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েন লিটন কুমার দাসরা। দ্বিতীয় ইনিংসে এক উইকেটে করা ১৩৪ রান মিলিয়ে ৩৭০ রানের লিড হয়ে গেছে টাইগারদের। আজ দ্রুত অলআউট না হলে স্বাগতিকদের পরিকল্পনা থাকবে কমপক্ষে দুই সেশন ব্যাট করা। আরও দেড়শ থেকে দুইশ রান যোগ করে পাঁচশছোঁয়া লক্ষ্য দেওয়ার চেষ্টা থাকবে স্বাগতিকদের।

৩৬২ রান ও ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। সে শুরু যে ধ্বংসাত্মক হবে, কে জানত? মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজরা দ্রুত আউট হলেন। ২০ রানে শেষের পাঁচ উইকেট হারাল বাংলাদেশ। আফগান কোচ জনাথন ট্রট ভবিষ্যৎ দেখতে পান কিনা জানা নেই। তবে প্রথম দিন শেষে এমন একটা ভবিষ্যৎ বাণী করেছিলেন তিনি। স্বাগতিকদের ১০ রানে গুটিয়ে দেওয়ার অদম্য একটা ইচ্ছা ছিল তাঁর। নিজাত মাসুদের পাঁচ উইকেট প্রাপ্তিতে কোচের স্বপ্নের কাছাকাছি অন্তত যেতে পেরেছে সফরকারীরা। অভিষেক টেস্টে পাঁচ উইকেট পাওয়া আফগানদের দ্বিতীয় বোলার তিনি। পেস বোলার হিসেবে প্রথম। তাঁর আগে অভিষেকে ইনিংসে পাঁচ উইকেট পাওয়া বোলার বাঁহাতি স্পিনার আমির হামজা, যিনি ঢাকা টেস্টেও খেলছেন।

Check Also

ওয়েস্ট ইন্ডিজ সফরের নারী দল ঘোষণা করলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 19 =

Contact Us