সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / পুলিশের ওসির অবৈধ ১৮ কোটি টাকা, দুদকের মামলা

পুলিশের ওসির অবৈধ ১৮ কোটি টাকা, দুদকের মামলা

শেরপুর নিউজ: পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ওসি সৈয়দ আব্দুল্লাহ, স্ত্রী ফারহানা আক্তার ও শাশুড়ি কারিমা খাতুনের নামে ১৮ কোটি টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

বৃহস্পতিবার (১৫ জুন) পিরোজপুর দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজ এ মামলা করেন। সৈয়দ আব্দুল্লাহ বর্তমানে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের ক্রাইম শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামে।

মামলার বিবরণ অনুযায়ী, সৈয়দ আব্দুল্লাহ তার স্ত্রী ফারহানা আক্তারের নামে দুইটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন এবং আরও একটি করার জন্য আবেদন করেছেন, যা প্রক্রিয়াধীন রয়েছে। দুইটি এনআইডিতে জন্মতারিখ ০১.০৪.১৯৭৮ ও ১০.০৪.১৯৮২। আর যে নতুন এনআইডির জন্য আবেদন করেছেন তাতে জন্মতারিখ ০১.০৪.১৯৮০ উল্লেখ করা হয়েছে। দুটি এনআইডির বিপরীতে ফারহানা আক্তার দুটি ট্যাক্স শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণ করেছেন। আসামিরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একাধিক হিসাবে অন্তত তিন কোটি সাত লাখ টাকা জমা করেছেন। এছাড়া সৈয়দ আব্দুল্লাহ নিজ নামে দুটি প্লট, স্ত্রী ফারহানা আক্তারের নামে দুটি আবাসিক ফ্ল্যাট, একটি বাণিজ্যিক স্পেস, স্ত্রী ফারহানা আক্তারের ব্যাংক হিসাব থেকে অর্থ পরিশোধ করে শাশুড়ি কারিমা খাতুনের নামে একটি আবাসিক ফ্ল্যাট বাবদ মোট ১৫ কোটি টাকার অধিক মূল্যের স্থাবর সম্পদ ক্রয় করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, সৈয়দ আব্দুল্লাহ তার পদমর্যাদার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং অর্জিত অর্থ জ্ঞাতসারে স্থানান্তর/রূপান্তর/হস্তান্তর করে নিজের নামে, স্ত্রী ফারহানা আক্তারের নামে ও শাশুড়ি কারিমা খাতুনের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৮ কোটি ১৫ লাখ টাকার অধিক স্থাবর ও অস্থাবর সম্পদের হিসেব পাওয়া গেছে। এছাড়া মানি লন্ডারিংয়ের উদ্দেশে ফারহানা আক্তার প্রতারণার মাধ্যমে একাধিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলে ২৬ কোটি ৫০ লাখ টাকার অধিক সন্দেহজনক লেনদেন করেছেন।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, আসামিদের স্থাবর সম্পত্তি রয়েছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় আনন্দ পুলিশ হাউজিং সোসাইটিতে, ঢাকা মহানগরীর বড় মগবাজারে ইস্পাহানি কলোনিতে, খিলগাঁও থানাধীন পুলিশ প্রজেক্ট সাউদার্ন পার্কে।

পিরোজপুর জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, ওসি সৈয়দ আব্দুল্লাহ বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মাদক ও চোরাকারবারিদের সঙ্গে সখ্য, মিথ্যা মামলা রেকর্ডসহ বিভিন্ন প্রক্রিয়ায় অনৈতিকভাবে সম্পদ অর্জনের অভিযোগ উঠলে অনুসন্ধানের জন্য ২০২০ সালে অনুমোদন দেওয়া হয়। অভিযোগটি এই উপ-পরিচালকের তদারকে অনুসন্ধান করেন সহকারী পরিচালক মোস্তাফিজ। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা দায়ের করা হয় বলে জানান উপ-পরিচাললক শেখ গোলাম মাওলা।

গোলাম মাওলা বলেন, গত ২৮ মে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে সৈয়দ আবদুল্লাহর অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সৈয়দ আবদুল্লাহ ও তার স্ত্রী ফারহানা আক্তারের ট্যাক্স ফাইল জব্দ করা হয়েছে। সৈয়দ আবদুল্লাহ ১৯৯১ সালে উপ-পরিদর্শক হিসেবে পুলিশে যোগ দেন। তিনি ২০০৭ সালে পরিদর্শক পদে পদোন্নতি পান। ২০১৯ সালের ২৯ মার্চ থেকে ২০২০ সালের ২৪ মার্চ মঠবাড়িয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

Check Also

সিরাজগঞ্জে দুই কৃষক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কৃষক মকবুল হোসেন ও সাইফুল ইসলাম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Contact Us