শেরপুর নিউজ ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে এবং সিইসির পদত্যাগের দাবিতে বগুড়ায় দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে।
শুক্রবার (১৬ জুন) দুপুর দুইটার দিকে শহরের ফতেহ আলী মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিইসির পদত্যাগ দাবিসহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন। পরে মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার নায়েবে আমীর আব্দুল হক আজাদ, সভাপতি আ ন ম মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক প্রভাষক শাহজাহান আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বগুড়ার সহ-সভাপতি মাসুদ রানা এবং ইসলামী যুব আন্দোলনের সোহরাব হোসেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার নায়েবে আমীর আব্দুল হক আজাদ বলেন, ‘ সিইসি যে মন্তব্য করেছে তার প্রতিবাদ জানাই। আমরা মনে করে দেশের ৬৪ জেলায় এই সিইসির বিরুদ্ধে মামলা করা উচিৎ। আজ যে রক্ত ঝড়েছে সেই রক্ত বৃথা যেতে দিব না। আমরা সবাই মিলে কঠোর আন্দোলন গড়ে তুলবো।’
সভাপতি আ ন ম মামুনুর রশীদ বলেন, ‘ আমাদের সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করীমের ওপর হামলা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ। ভোটে নিশ্চিত হার জেনেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে।’