শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুরে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতার স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার (১৬জুন) দুপুরে উপজেলার সীমাবাড়ী বাজারস্থ এক শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙণে এই সভার আয়োজন করা হয়। প্রয়াত নেতারা হলেন- সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মহররম আলী খান ও যুবলীগ নেতা হাবিবুর রহমান বাবলু।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই স্মরণসভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী, আলহাজ্ব আজিজুল ইসলাম মজনু।
অন্যান্যদের মধ্যে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, আ.লীগ নেতা এ্যাড. খালেদ মোশাররফ, রবিউল হাসান বাবু, মনসুর রহমান আকন্দ, আনোয়ার হোসেন ঠান্ডু, রফিকুল ইসলাম টিপু, জব্বারুল মনির জামাল, আলহাজ্ব মোজাম্মেল হক, শাহ্ আলম শেখ, আব্দুল হান্নান আকন্দ, সেলিম রেজা, কৃষকলীগ নেতা এম এ মালেক, মোমিনুল ইসলাম খন্দকার আলাল, পিএম আলাউদ্দিন আলা, আব্দুল হামিদ খান, ছাত্রলীগ নেতা গালিব সরকার, হুমায়ুন কবির ড্যানি প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম কামাল। এতে উপজেলা ও সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শেষে প্রয়াত ওই দুই আ.লীগ নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।