সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে মুখরোচক খাবারে মুখে হাসি হাসি গোপালের

শেরপুরে মুখরোচক খাবারে মুখে হাসি হাসি গোপালের

ইফতেখার উল ইসলাম: গরম গরম ডালপুড়ি আর সিংগারা কার না পছন্দ। আর এইসব মুখরোচক খাবার বিক্রি করেই সংসার চালান শেরপুর পৌরশহরের গোপাল ও তার স্ত্রী হাসি।

শেরপুর পৌরশহরের ৪নং ওয়ার্ডের উত্তরসাহাপাড়া এলাকার শিশুপার্ক সংলগ্ন রাস্তার তাদের দোকান। দোকানে প্রতিদিন ডালপুড়ি, সিঙ্গারা, আলুরচপ, পিয়াজুসহ মুখরোচক নানা ভাজিপুরি খাবার পাওয়া যায়। দামও তুলনামুলক সস্তা। প্রতি জোড়া পুড়ি কিংবা সিঙ্গারা মাত্র ৫টাকা। দাম অল্প হওয়ায় ক্রেতার চাহিদা বেশি।

আর দোকানে বিক্রি ভাল হওয়ায় দক্ষিণসাহাপাড়া নিবাসী গোপাল ও তার স্ত্রী হাসিও খুশি।

Check Also

শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Contact Us