সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় গাঁজার গাছসহ বৃক্ষ প্রেমিক আটক

বগুড়ায় গাঁজার গাছসহ বৃক্ষ প্রেমিক আটক

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ৭টি গাঁজার গাছসহ কথিত `বৃক্ষ`প্রেমিক নাজিম উদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. সাইহান ওলিউল্লার নেতৃত্বে ডিবির একটি টিম বগুড়া সদরের পাঁচবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার করা নাজিম উদ্দিন এলাকায় বৃক্ষ প্রেমিক বলে পরিচিত। সে অন্যান্য বৃক্ষরোপণের আড়ালে আখের ক্ষেতের মধ্যে গাঁজার চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৭টি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। সে সদরের পাঁচবাড়িয়া দক্ষিণপাড়ার লাল মিয়া আকন্দের ছেলে।

তিনি দীর্ঘদিন যাবত পাঁচবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে তার বসত বাড়ির উল্টো পাশে তার ভোগদখলীয় আখ ক্ষেতের মধ্যে গোপনে গাঁজার চাষাবাদ করে আসছিল। বগুড়া ডিবির টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই আখ ক্ষেতের মধ্যে থেকে ৭টি বহু ডালপালাযুক্ত যার মধ্যে ২টির উচ্চতা ১১ ফুট লম্বা, ৩টির উচ্চতা ৮ ফুট লম্বা ও ২টির উচ্চতা ৭ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করে। এরপর আসামি নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয় । পরে নাজিমকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, সে নিজে আখ ক্ষেতের মধ্যে গোপনে দীর্ঘ দিন ধরে গাঁজার গাছ চাষ করে বিভিন্ন গাঁজা ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।

এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 9 =

Contact Us