সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / এবার হজে গিয়ে ২১ বাংলাদেশির মৃত্যু

এবার হজে গিয়ে ২১ বাংলাদেশির মৃত্যু

শেরপুর নিউজ ডেস্কঃ সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ২১ জনে। এরমধ্যে মক্কায় ১৮ জন ও মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন-মক্কায় বাংলাদেশ হজ অফিস। নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ ও তিনজন নারী রয়েছে।

সর্বশেষ যেই দুই হজ যাত্রী মারা গেছেন তারা হলেন-মো. রিদুয়ান(৬৪) তিনি মাতারবাড়ি পাড়া, বদরখালী,চকরিয়া কক্সবাজারের বাসিন্দা। তার পাসপোর্ট – এ০৪৬৯০৮৫৪। অপরজন আবদুল গফুর(৬১)তিনি আড়াই হাজার নারায়ণগঞ্জের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর – ইই০৬২৯৬০২।

উল্লেখ্য, শনিবার সকাল পর্যন্ত ৮৮ হাজার ৭৯২ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Check Also

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =

Contact Us