সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / নতুন ব্যাংকের মূলধন হবে ৫০০ কোটি টাকা

নতুন ব্যাংকের মূলধন হবে ৫০০ কোটি টাকা

শেরপুর নিউজ ডেস্কঃ নতুন ব্যাংক খুলতে হলে ন্যূনতম ৫০০ কোটি টাকা মূলধন থাকতে হবে। আর শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনে মূলধন লাগবে ১২৫ কোটি টাকা। ব্যাংক কোম্পানি আইনে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এই সীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

আগের নিয়মে প্রচলিত ধারার ব্যাংকের ন্যূনতম মূলধন ছিল ৪০০ কোটি টাকা। তবে গত ৩ বছরে যেসব ব্যাংককে অনুমোদন দেওয়া হয়েছিল, বাংলাদেশ ব্যাংক তাদের মূলধন ৫০০ কোটি টাকায় উত্তীর্ণ করার শর্ত বেঁধে দিয়েছিল। আগের প্রায় সব ব্যাংক মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইনের ১৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শাখাভিত্তিক কার্যরত ব্যাংক-কোম্পানিসহ যেকোনো নতুন ব্যাংক-কোম্পানি স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক ন্যূনতম পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা নির্ধারণ করল।

এ ছাড়া শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা নির্ধারণ করল।’ কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ গত বুধবার ডিজিটাল ব্যাংক গঠনের নীতিমালা অনুমোদন করে। বৃহস্পতিবার তা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।

Check Also

বাজারে চালের ঘাটতি নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক: বাণিজ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাজারে চালের কোনো ঘাটতি নেই। নিজস্ব মজুদেও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 5 =

Contact Us