শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুরে পারভবানীপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বেত্রাঘাতে এক ছাত্র জখম হয়েছে। চতুর্থ শ্রেণীতে পড়–য়া ওই শিক্ষার্থীর নাম মো. কাউসার আহমেদ। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও শেষপর্যন্ত এলাকায় জানাজানি হওয়ায় তোলপাড় শুরু হয়েছে। সেইসঙ্গে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষিকার বিচারের দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৫জুন) উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের শ্রেণীকক্ষের মধ্যে চতুর্থ শ্রেণীর ছাত্র কাউসার ও সোলায়মান আলী নামে দুই ছাত্রের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বিষয়টি বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসিনা পারভীনকে জানানো হয়। পরে কোনো কিছু না জেনেই ওই শিক্ষিকা শাসন করার নামে ক্ষুদে শিক্ষার্থী কাওসার আহম্মেদকে উপর্যুপরি বেত্রাঘাত করেন। এতে তার শরীরে দশ থেকে বারোটি গুরুতর জখম হয়। খবর পেয়ে ওই শিক্ষার্থীর বাবা বাবলু আকন্দ বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের নিকট ওই শিক্ষিকার বিরুদ্ধে বিচার প্রার্থী হন। কিন্তু বিচারের পরিবর্তে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। এক্ষেত্রে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, এভাবে একজন ক্ষুদে শিক্ষার্থীকে বেত্রাঘাত করা ঠিক হয়নি। এরপরও ওই শিক্ষিকা সম্পর্কে কেউ মুখ খুলছেন না। সব মহলকেই ম্যানেজ করা হয়েছে। এছাড়া বেত্রাঘাতে জখম হওয়া ওই শিক্ষার্থীর পরিবার খুবই দরিদ্র। তারপর স্থানীয় বখাটের মাধ্যমে হুমকি-ধামকি দেওয়া হয়। তাই প্রথমে ঘটনার বিচার প্রার্থী হলেও এখন ভয়ে নিশ্চুপ রয়েছেন।
জানতে চাইলে পারভবানীপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের মাধ্যমে আপোষ-রফা করা হয়েছে বলে জানান তিনি। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও ছিলেন। তাই শিক্ষিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাবলু আকন্দ বলেন, আমি গরীব মানুষ। আইন-আদালত চিনি না। বিষয়টি জানার পর বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের নিকট বিচার দিয়েছি। এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজী হননি।
বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত শিক্ষিকা হাসিনা পারভীন কোনো মন্তব্য করতে রাজী হননি। তবে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানান।