সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও মতবিনিময় সভা

শেরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও মতবিনিময় সভা

শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা শনিবার (১৭জুন) দুপুরে শহরের উলিপুর পাড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠ ও রজনী গন্ধা ফুলের স্টীকার দিয়ে বরণ করে নেওয়া হয়।

শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতীনের সভাপতিত্বে অনুষ্ঠাতে প্রধান অতিথি ছিলেন- বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) শেখ রায়হান উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা প্রাথমিক কর্মকর্তা কামরুল হাসান।

এছাড়া অন্যদের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওবায়দুর রহমান, মোর্শেদা আখতার বানু মীম, মোমিনুল হক, মালিহা মমতাজ, শিক্ষক সমিতির নেতা জয়নুল আবেদীন, দোলন কুমার মোহন্ত, মাহমুদুর রেজা, এনামুল হক, তানজিলা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। অভিষেক অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে শিক্ষকদের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন।

Check Also

শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − sixteen =

Contact Us