ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনটে যমুনা নদীতে নৌকাডুবি ভাসমান ২১ যাত্রী উদ্ধার নৌকা ডুবীতে নদীতে ভাসমান যাত্রীদের উদ্ধার করছে স্থানীয়রা।
বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে নৌকা ডুবে ভাটির দিকে ভেসে যাওয়া মাঝি মাল্লা সহ ২১ যাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় একদল যুবক। তবে নৌকা ডুবিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ি নৌঘাট এলাকায় মাঝ নদীতে এ ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় সব যাত্রীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া স্থানীয় যুবলীগ নেতা মেহেদী হাসান বলেন, শনিবার সকালের দিকে আওলাকান্দি গ্রামের হাফিজার রহমানের শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় শহড়াবাড়ি নৌঘাট থেকে যমুনা নদীর পূর্ব তীরে বৈশাখী চরে কৃষি কাজের জন্য যান দুই নারীসহ ২১ যাত্রী। তারা কাজ শেষ করে দুপুরের দিকে বৈশাখী চর থেকে একই নৌকায় যমুনা নদীর পশ্চিম তীরে বাড়ির উদ্দ্যেশে রওনা হন। এ সময় যমুনা নদীর মাঝপথে পৌঁছলে প্রবল স্রোতে ঢেউ লেগে যাত্রী ও মালামাল বোঝাই নৌকাটি ডুবে যায়।
তখন যমুনা নদীর পশ্চিম তীরে বানিয়াজান বাঁধ থেকে এ দৃশ্য দেখে অন্য একটি বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌছে যাত্রীদের উদ্ধার করা হয়। তবে নৌকার সকল যাত্রীকে উদ্ধার করা গেলেও নৌকা সহ মালামাল ভাটির দিকে ভেসে গেছে।
ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, বাতাসে কারণে ঢেউয়ের ধাক্কায় যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে যায়। এ সময় স্থানীয়রা নৌকার সব যাত্রীকে উদ্ধার করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় কোনো হতাহত হয়নি।