ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম বর্ষপূর্তী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) বিকালে ধুনট মডেল মসজিদের হল রুমে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের ধুনট প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেনের ইমনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুর রহমান টুলু।
ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, যুগ্ন সম্পাদক শরীফুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, আ’লীগ নেতা আফসার আলী, জয়নাল আবেদীন খান, আনিছুর রহমান, শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল হক লিটন, ধুনট মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রবিউল হাসান, কোষাধ্যক্ষ জুয়েল রানা, কার্যনির্বাহী সদস্য শাহ আলম জীবন, ফিজু আকতার, শাওন ইসলাম সুমন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য আব্দুস সাত্তার, মিঠু মল্লিক, রুস্তম আলী বিদ্যুৎ প্রমূখ।