শেরপুর নিউজ ডেস্কঃ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিতে দীর্ঘদিন ধরে চলা দেবর-ভাবির শীতলযুদ্ধ এবার প্রকাশ্যে চলে এসেছে। ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের উপনির্বাচনে দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে এ লড়াই প্রকাশ্যে রূপ নেয়। এই আসনে সংসদে বিরোধীদলীয় নেতা জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও পার্টির চেয়ারম্যান জি এম কাদের দুজনই আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছেন। রওশন এরশাদ নির্বাচন কমিশনের কাছে তার দেয়া মনোনীত প্রার্থী কাজী মামুনুর রশিদের জন্য নির্বাচনী প্রতীক লাঙ্গল চেয়েছেন। জি এম কাদেরও অবসরপ্রাপ্ত মেজর আনিসের জন্য লাঙ্গল প্রতীক চেয়েছেন। পার্টির শীর্ষ দুই নেতার এই দ্বন্দ্বের জেরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পার্টিতে ভাঙনের আশঙ্কা করছেন দলটির নেতারা।
জানা যায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ঢাকা-১৭ আসনের উপনির্বাচন আগামী ১৭ জুলাই। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের ও লাঙ্গলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদকে। আর দলীয় গঠনতন্ত্র মোতাবেক মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার শেষে গত বুধবার জাপা দলীয় প্রার্থী হিসেবে মেজর (অব.) সিকদার আনিসুর রহমানের নাম ঘোষণা করেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
ঢাকা-১৭ আসনের এই উপনির্বাচনে যখন ক্ষমতাসীন আওয়ামী লীগসহ প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো বা সম্ভাব্য প্রার্থীরা জয়ী হওয়ার নকশা আঁকছেন, তখন জাতীয় পার্টিতে (জাপা) চলছে ভিন্ন খেলা। এই উপনির্বাচনকে উপলক্ষ করে জাপার নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’-এর মালিকানার বিষয়টি সামনে চলে এসেছে। ২০০০ সালের ৯ মার্চ হাইকোর্টের দেয়া একটি আদেশের বিষয় উল্লেখ করে রওশনপন্থিরা দাবি করছেন- ওই রায় অনুযায়ী লাঙ্গলের যৌথ মালিক প্রয়াত এইচএম এরশাদ ও রওশন এরশাদ। তবে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি বর্তমানে অপ্রাসঙ্গিক।
একদিকে রওশন তার মনোনীত কাজী মামুনকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন, অন্যদিকে পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরও ইসিকে চিঠি দিয়েছেন দল মনোনীত প্রার্থী মেজর আনিসকে লাঙ্গল বরাদ্দ দেয়ার জন্য। নির্বাচনী প্রতীক লাঙ্গল নিয়ে লড়াইয়ের ফলাফল আজ রবিবার অথবা কাল সোমবার স্পষ্ট হবে। এসময়ের মধ্যে রিটার্নিং অফিসার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়ার কথা রয়েছে।
ইসিতে জমা দেয়া রওশন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- আমি জাপার প্রধান পৃষ্ঠপোষক। সংসদীয় দলের নেতা এবং বিরোধীদলীয় নেতা হিসেবে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রার্থীর অনুকূলে দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্দের একমাত্র অধিকারী। এখানে উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর কাউন্সিলে গৃহীত ও তৎকালীন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা স্বাক্ষরিত গঠনতন্ত্রের ধারা-২০-এর উপধারা ১ অনুযায়ী আমি রওশন এরশাদ দলের পতাকা বহন ও সর্বময় ক্ষমতা সংরক্ষণ করি।