Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার কাছাকাছি

সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার কাছাকাছি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপদসীমার কাছাকাছি। মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিপদসীমার ৭০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়েছে। বন্যার আতঙ্কে অপরিপক্ক পাটগাছ কর্তন করছেন কৃষকরা। গৃহপালিত পশুসহ পরিবারের লোকজন নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে প্রস্তুতি চালাচ্ছেন বন্যা কবলিত এলাকাবাসী।

বগুড়া সারিয়াকান্দিতে গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পেয়েছে গত শনিবার, রবিবার এবং সোমবার। শনিবার সকাল ৯ টায় যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১২.৭৫ মিটার, রবিবার সকাল ৯ টায় ১৩.৭৫ মিটার, সোমবার বিকাল ৩ টায় পানির উচ্চতা ছিল ১৪.৯৪ মিটার,  মঙ্গলবার (২০ জুন) বিকাল ৩ টায় যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৫.৪৫ মিটার।

অর্থাৎ গত ৪ দিনে পানি ২ মিটার ৭০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির বিপদসীমা ১৬.২৫ মিটার। অর্থাৎ পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সে হিসেবে বলা যায় সারিয়াকান্দিতে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।

এদিকে দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার পাট চাষীরা তাদের অপেক্ষাকৃত নিম্ন জমিতে সদ্য বেড়ে ওঠা অপরিপক্ক পাটগাছগুলো কর্তন করছেন। তারা বলছেন এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে দু’এক দিনের মধ্যেই খালে পানি ঢুকবে। আর খালে পানি ঢুকলে তাদের পাটগাছগুলো ডুবে যাবে। এতে সম্পূর্ণ পাটগাছ নষ্ট হয়ে যাবে।

তবে কয়েকদিনের পানি বৃদ্ধিতে এ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষকদের নিম্ন এলাকার বেশ কিছু ফসল পানিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এগুলোর মধ্যে প্রধান হচ্ছে পাট। উপজেলা সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের কৃষক শহীদ মিয়া বলেন, ‘যমুনা চরে পারতিত পরল গ্রামের সামনে চাকুরিয়া খাল নদীতে ১২ শতাংশ পাট করেছিলাম। সবেমাত্র পাটগাছগুলো বেড়ে ওঠা শুরু করেছিল। মাত্র ৬ থেকে ৭ ফুট লম্বা হয়েছে।

কিন্তু গাছে এখনো পরিপক্বতা আসেনি। অর্থাৎ পাটগাছে ভালোভাবে পাটের আঁশ তৈরি হয়নি। গত কয়েকদিন ধরেই পানি বাড়ছে। এভাবে পানি বাড়লে রাতের মধ্যেই খালে পানি ঢুকবে, আর পাটগাছ পানিতে তলিয়ে যাবে।

Check Also

সারিয়াকান্দিতে এক প্রাথমিক বিদ্যালয়ে ২১ জন শিক্ষার্থী অসুস্থ

রহিদুর রহমান মিলন সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দি উপজেলা কামালপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার বুড়ইল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fourteen =

Contact Us