Home / রাজনীতি / বহির্বিশ্বের পরামর্শে নির্বাচন হবে না-ওবায়দুল কাদের

বহির্বিশ্বের পরামর্শে নির্বাচন হবে না-ওবায়দুল কাদের

শেরপুর নিউজ ডেস্কঃ বহির্বিশ্বে পরামর্শ অনুযায়ী নির্বাচন হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা কারো ভিসা নীতির দিকে নজর দিয়ে নির্বাচনে যাচ্ছি না। আমাদের নজর সংবিধানের দিকে। জনগণের দিকে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে ঢাকার শামীবাগ ইসকন আশ্রমে শ্ৰী শ্ৰী জগন্নাথদেবের রথযাত্ৰা উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্ৰধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের দেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন। আমরা বলছি, আগামী নির্বাচন সুষ্ঠু হবে। হিন্দু-মুসলমান সবাই যাতে ভোট দিতে পারে, সরকারের এখন সেই চিন্তা।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ কিছু মহল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে। তারা অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। তাদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন মানে আওয়ামী লীগ নির্বাচনে হেরে যাওয়া। ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’ রবীন্দ্রনাথের উক্তিটি তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে হেরে গিয়ে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

বাংলাদেশের কোনো জাতীয় সংসদ নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে কি না, এমন তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে কি না, তা-ও কখনো ভারত জানতে চেয়েছে কি না, তা জানা নেই। ভারত আমাদের প্রতিবেশী দেশ। মহান মুক্তিযুদ্ধের সময় দেশটির কয়েক হাজার সৈন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদের সহযোগিতা করেছিল। কিন্তু এই বন্ধুত্বের মানে এই নয় যে, ভারত এসে আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এমন উদ্ভট চিন্তা আওয়ামী লীগ করে না। ভারত বৃহৎ গণতান্ত্রিক দেশ। অন্য দেশের নির্বাচন নিয়ে তারা হস্তক্ষেপ করে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। কিন্তু তার যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের সম্পর্ক কী, তা আমার জানা নেই। মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কী নিয়ে আলোচনা করবেন, সেটা তার নিজস্ব বিষয়। বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এসব বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। বাংলাদেশ নিয়ে কোনো কথা হবে কি না, তা আমার জানা নেই। আমরাও মোদির কাছে এমন কোনো প্রস্তাব পাঠাইনি বাইডেনকে বোঝানোর জন্য।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের(টিআইবি) সমালোচনা করে তিনি বলেন, টিআইবি ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ৭৭ জন মারা গেছে বলে তথ্য দিয়েছে। পরে দেখা গেলো ৬৬ জন ছাত্র মাদ্রাসায় ক্লাস করছে। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সারা দুনিয়ায় প্রশংসার সঙ্গে কাজ করছে। অথচ তাদের নিয়ে টিআই প্রশ্ন করছে। তাদের সঙ্গে বিএনপিও সুর মেলাচ্ছে। এভাবে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হিন্দুধর্মাবলম্বীদের নিজেদের মাইনরিটি (সংখ্যালঘু) মনে করা উচিত নয়। একজন মুসলমানের ভোটের যেমন অধিকার আছে, হিন্দুধর্মাবলম্বীদেরও ভোটের সমান অধিকার। আপনারা মুক্তিযুদ্ধে শান্তি ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আপনারা আমাদের সহযাত্রী। বঙ্গবন্ধুর ডাকে বহু সনাতন ধর্মাবলম্বী সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

Check Also

নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য ততই মঙ্গল: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + three =

Contact Us