সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

শেরপুর নিউজ ডেস্কঃ পদ্মা, মেঘনা ও যমুনাসহ দেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি এখন বিপৎসীমার খুব কাছাকাছি। উজানের ঢলে উত্তরের বেশ কয়েকটি নদীর পানিতে নিম্নাঞ্চলের কিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এতে বন্যার শঙ্কা করা হচ্ছে।

এর মধ্যে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে প্লাবিত এলাকার পরিসর বাড়ছে।

তবে পানি বিশেষজ্ঞদের ভাষ্য, বাংলাদেশে দুই দফা বন্যা হয়। প্রথম দফা মে মাস থেকে জুলাইয়ের মধ্যে। আর দ্বিতীয় দফা আগস্ট-সেপ্টেম্বরে। এবার প্রথম দফায় ‘বড় বন্যার’ আশঙ্কা কম। তবে যতটুকু বন্যা হবে তাতে অন্তত ৬টি জেলার বেশ কিছু মানুষ আক্রান্ত হতে পারেন। দ্বিতীয় দফায় কী হবে সেটা এখনও নিশ্চিত নয়।

এ ব্যাপারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই যে বন্য হবে বিষয়টি এমন নয়। বৃষ্টি না হলেও বন্যা হতে পারে। দেখতে হবে আমাদের নদ-নদীর ধারণ ক্ষমতার চেয়ে পানি বেশি আসছে কিনা? এগুলো যখন উপচে পড়বে তখনই বন্যা হবে। প্রথম দফায় বড় বন্যার আশঙ্কা একটু কম। কারণটা হচ্ছে, মে মাসে আমাদের এখানে কোন বৃষ্টি হয়নি। ফলে হাওরসহ নদ-নদীতে পানি ছিল না। যে পানি আসছে সেটা এখনও উপচে পড়ার মতো হয়নি। গত তিন বছর যেটা হয়েছে, মে মাসে বৃষ্টি হয়ে হাওর, নদ-নদী আগেই ভরে ছিল। ফলে জুন মাসে একটু বৃষ্টি হওয়াতেই এলাকা প্লাবিত হয়েছে। এবার সেটা হবে না। তবে দ্বিতীয় দফায় কী হবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে বড় বন্যার আশঙ্কা উড়িয়ে দেয়া যাবে না।

তিনি আরও বলেন, আমাদের নদীর চ্যানেলগুলোতে পানি চলাচলের ক্ষমতা স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেছে। পানিতে লবণাক্ততা বেড়েছে, অনেক জায়গায় চর পড়েছে, হাওর অনেক জায়গায় ভরে ফেলা হয়েছে, পূর্ব-পশ্চিমে রাস্তা হয়েছে, এগুলোর ফলে আগে পানি দ্রুত নেমে যেতে পারলেও এখন পানি নেমে যেতে বেশি সময় লাগে। এসব কারণে বর্ষায় বাঁধ তৈরি, নদী খনন করে তলদেশ থেকে ময়লা উত্তোলনের মতো পূর্ব প্রস্তুতি নেয়া উচিত।

এদিকে, স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, দেশের বিভন্ন স্থানে বন্যা প্রবণতা দেখা দিয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বুধবার রাতে বিপৎসীমা অতিক্রম করেছিল। যদি বৃহস্পতিবার সকালে আবার কিছুটা নেমেছে। এই এলাকায় প্রতিদিন বাড়ছে পানিবন্দি পরিবারের সংখ্যা। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নদ-নদী আববাহিকার সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন। ব্রহ্মপুত্র ও দুধকুমার অববাহিকার অনেক পরিবারের বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।

Check Also

৪ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-নাগরিক কমিটির

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে শহীদ আইনজীবী সাইফুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =

Contact Us