সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন

নন্দীগ্রামে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন

শেরপুর নিউজঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদে ডিজিটাল সংযোগ স্থাপন (ইউডিসি) প্রকল্পের আওতায় জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ৯টার দিকে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিসুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শেফা নুসরাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, চাকুরীর প্রত্যাশা না করে আগামী প্রজন্মকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে। এজন্য তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। আগামীতে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী দেশের জন্য নতুন মাইল ফলক সৃষ্টি করতে পারে।

Check Also

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ২৬ শে নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 10 =

Contact Us