সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার চেক বিতরণ

ধুনটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার চেক বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে হিজড়া জনগোষ্ঠীর অন্তভুক্তিমূলক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনে আগ্রাহ সৃষ্টির লক্ষ্যে ১০জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় টিএমএসএস নামে বেসরকারি সংস্থার ধুনট শাখার আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়। ১০জন শিক্ষার্থীর মাঝে জন প্রতি ৫হাজার টাকার চেক প্রদান করা হয়।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর যুগ্ম পরিচালক কামরুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএসের বগুড়া দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার ছানাউল হক খান।

এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বদরুল আলম বিথু, প্রোগ্রাম অফিসার মোর্শেদা হক, মেরিনা জামান, তানজিলা আক্তার ও ধুনট শাখার ম্যানেজার রতন কুমার আচার্য।

Check Also

ধুনটে উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এম,এ রাশেদ: ধুনট উপজেলা বিএনপির কর্মী সমাবেশ শনিবার (২৬ই অক্টোবর) বিকেলে বগুড়া ধুনট সরকারি নঈম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 13 =

Contact Us