সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় সোয়া ৩ কোটি টাকা

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় সোয়া ৩ কোটি টাকা

শেরপুর নিউজ : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এর সঙ্গে বেড়েছে টোল আদায়ের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় সোয়া তিন কোটি টাকার টোল আদায় হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ৭টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা যায়, সোমবার (২৬ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে।

এরমধ্যে সেতু পূর্ব টাঙ্গাইল অংশে ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, গত ক‌য়েক‌দি‌নের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় সেতু‌তে টোল আদায় বে‌শি হ‌য়ে‌ছে।

এদিকে ঈদে ঘরমুখো মানুষেররা যেন সড়কে নির্বিঘ্নে ও নিরাপত্তায় যাতায়াত করতে পারেন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এ জন্য সড়কের বিভিন্ন স্থানে পুলিশ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Check Also

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Contact Us