সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / শান্তিরক্ষা মিশনে যৌন হয়রানি বিষয়ে জিরো টলারেন্সে বাংলাদেশ

শান্তিরক্ষা মিশনে যৌন হয়রানি বিষয়ে জিরো টলারেন্সে বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্কঃ শান্তিরক্ষা মিশনে যে কোনো রকম যৌন হয়রানির বিষয়ে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে অটল। সোমবার ঢাকার একটি হোটেলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক সভার সমাপনীতে বাংলাদেশের পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়।

প্রস্তুতিমূলক সভার সমাপনীতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকা-উজ-জামান বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়।

শান্তিরক্ষী মিশনে নারী শিরোনামের এই সভায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের লাক্রোয়ে নারী সদস্যদের জন্য নানা পরামর্শ তুলে ধরেন। তিনি বলেন, লিঙ্গ বৈষম্য কমানো, প্রশিক্ষণ সমতা, সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে তাদের অংশগ্রহণ বাড়াতে কাজ করতে হবে। সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নারীদের জন্য সার্বিক পরিবেশের মানোন্নয়ন করতে হবে।

লাক্রোয়ে বলেন, শান্তিরক্ষী মিশনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মিশনে নারীদের অর্থবহ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিবন্ধকতা দূর করতে হবে। নিরাপদ, সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্ভাব্য সব পর্যায়ে নারীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। এ জন্য শান্তিরক্ষী মিশনসহ প্রয়োজনীয় সব জায়গাগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে। নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়নে নারীদের সমান সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান ও জাতিসংঘের শান্তি মিশনে অবশ্যই লিঙ্গ সংবেদনশীল কর্মপরিবেশ তৈরি করতে হবে। যৌন হয়রানি, বৈষম্য ও নিগ্রহের অভিযোগগুলোকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। এ বিষয়ে তদন্ত করে অপরাধীদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো অসদাচরণ সুষ্ঠু কর্মপরিবেশকে নষ্ট করে দেয়।

শান্তিরক্ষী মিশনসহ বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের অর্জনের কথা স্মরণ করে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, মিশনের সব কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। বিশ্লেষণ, পরিকল্পনা ও বাস্তবায়নসহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দরকার। মুহিত বলেন, শান্তিরক্ষী মিশনে সংখ্যা ও গুণগত দুই দিক থেকেই নারীদের অংশগ্রহণ বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কথা বলে আসছি। এখন নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়ানোর দিকে যেমন জোর দিতে হবে, তেমনই কমান্ডিং পর্যায়েও তাদের অংশগ্রহণ থাকতে হবে।

সভায় জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন পোলার্ড, জাতিসংঘ পুলিশ উপদেষ্টা, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার শান্তি ও স্থিতিশীলতা অপারেশনের মহাপরিচালক, উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক মহাপরিচালক বক্তব্য দেন।

Check Also

চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =

Contact Us