সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় কখন কোথায় ঈদ উল আযহার জামাত জেনে নিন

বগুড়ায় কখন কোথায় ঈদ উল আযহার জামাত জেনে নিন

শেরপুর নিউজ ডেস্কঃ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা বৃহস্পতিবার (২৯ জুন)। বগুড়ায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় শহরের সুত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আজগর আলী ঈদের জামাতের ইমামতি করবেন।

বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে দীর্ঘদিন ইমামতি করেছেন মাওঃ মোজাম্মেল হক। তার ইন্তেকালের পর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব ও বড় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আলহাজ্ব আব্দুল কাদের এই জামাতের ইমামতি করতেন।

গত ঈদ উল ফিতর নামাজের মধ্যে দিয়ে মুফতি মাওলানা আলহাজ্ব আব্দুল কাদের বিদায় নিয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ঈদগাহে জামাতে ইমামতি করবেন মাওলানা আজগর আলী। কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও বিভিন্ন ঈদগাহে, মাদরাসা মাঠে ঈদের জামাত হবে। জামিল মাদরাসায় ঈদের জামাত হবে সকাল ৭ টায়। এ ছাড়াও আলতাফুন্নেছা ঈদগাহে (খেলার মাঠ) সকাল ৮ টায় ঈদ উল আযহার জামাত হবে।

এ ছাড়াও সকাল ৭ টায় যে সব ঈদগাহে জামাত হবে সে গুলো হলো, মালতিনগর হাইস্কুল ঈদগাহ, কাটনারপাড়া ঈদগাহ, সুলতানগঞ্জপাড়া ঈদগাহ, সকাল সোয়া ৭ টায় যে সব ঈদগাহে জামাত হবে সে গুলো হলো, মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহ, সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহ, বৃন্দাবন পাড়া ঈদগাহ, আলামিয়াতলা ঈদগাহ।

সকাল সাড়ে ৭ টায় যে সব ঈদগাহে ঈদের জামাত হবে সে গুলো হলো, ফুলবাড়ি উত্তর ও মধ্যেপাড়া গোরস্থান কেন্দ্রিয় ঈদগাহ, চক সুত্রাপুর জামে মসজিদ ও মাদরাসা মাঠ, শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া বায়তুর রহমান জামে মসজিদ ঈদগাহ, শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ।

সকাল পৌনে ৮ টায় যে সব ঈদগাহে ঈদের জামাত হবে সেগুলো হলো, ছায়তুন নেছা ঈদগাহ নিশিন্দারা। সকাল ৮ টায় যে সব ঈদগাহে ঊদের জামাত হবে সে গুলো হলো দক্ষিণ ধাওয়া পাড়া বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, নারুলী বুদা প্রামানিক কেন্দ্রিয় ঈদগাহ, ফুলবাড়ি দক্ষিণ পাড়া ঈদগাহ।

এছাড়াও বগুড়া জিলা স্কুল মাঠে সকাল সাড়ে ৭ টায় বাংলাদেশ আহলে জমঈয়তে আহলে হাদীদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে নারীদেরও নামাজ আদায়ের সুযোগ রয়েছে। ইসলামপুর হরিগাড়ি ঈদগাহে দুই জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭ টায় দ্বিতীয় জামাত হবে সকাল ৮ টায়।

Check Also

বগুড়ায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর আহ্বান ডিসির

শেরপুর নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বগুড়ায় নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর জন্য সরকারি ও বেসরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =

Contact Us