সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ইউক্রেনে আর যুদ্ধ করবে না ভাগনার

ইউক্রেনে আর যুদ্ধ করবে না ভাগনার

শেরপুর নিউজ ডেস্কঃ ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপ আর যুদ্ধ করবে না বলে জানিয়েছেন রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা আন্দ্রেই কারতাপোলভ। তিনি আরও জানিয়েছেন, এই বাহিনীর জন্য আর অর্থ দেবে না রাশিয়া।

আন্দ্রেই বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে সবাই তা বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে। তবে প্রিগোশিন এতে সম্মতি জানাননি। খবর- আল জাজিরা

তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন না বলেই প্রিগোশিন যোদ্ধাদের জানিয়ে দেন, তারা আর ইউক্রেনে লড়াই করবেন না। প্রিগোশিনের এই সিদ্ধান্তের কারণে রাষ্ট্রীয় তহবিল থেকে আর কোনো অর্থ পাবে না ভাগনার গ্রুপ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধে নিয়মিত সেনাদের পাশাপাশি ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ ইউক্রেনে পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত সপ্তাহে তারা পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

যদিও ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সেই অবস্থান থেকে সরে আসেন ভাগনারপ্রধান প্রিগোশিন। বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্ততায় তারা মস্কো অভিমুখী যাত্রা বাতিল করে বেলারুশে চলে যায়।

Check Also

বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ সামান্থা হার্ভে

শেরপুর নিউজ ডেস্ক: সাহিত্যে বিশেষ অবদানের জন্য অন্যতম সম্মানজনক পুরস্কার বুকার জিতেছেন ব্রিটিশ লেখক সামান্থা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

Contact Us