শেরপুর নিউজ ডেস্কঃ ব্রিকসে যোগ দেয়ার চেষ্টা সরকারের সুবিধাবাদী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই চেষ্টায় কোনো লাভ হবে না বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ জুন) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যেখানেই যাক না কেন, আওয়ামী লীগ সরকার যদি দুর্নীতি বন্ধ না করে তাহলে কোনো জায়গা থেকেই তারা সুবিধা পাবে না।
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের যে ব্যবস্থা ছিল, সেটা বাতিল করেছে আওয়ামী লীগ। যাতে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে।