শেরপুর নিউজঃ উত্তর জনপদের প্রখ্যাত সাংবাদিক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলুর ৬৫ তম জন্মদিন আজ । ১৯৫৮ সালের ১ জুলাই তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার ভাটরা গ্ৰামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সিরাজগঞ্জের কালিয়ার জমিদার মরহুম মুন্সী নুর উদ্দিন সিদ্দিকীর বংশধর । শিক্ষা জীবনে তিনি কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছোনকা হাইস্কুল ও শেরপুর ডিগ্ৰী কলেজে লেখাপড়া করেছেন।
মুন্সী সাইফুল বারী ডাবলু শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি, শেরপুর সার্বিক উন্নয়ন সংস্থার সভাপতি, শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি, ভাটরা ইয়াছন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি,ভাটরা নূর কুদ্দুস জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি, শেরপুর উপজেলা স্কাউটস এর সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তিনি শেরপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন ।
তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ ও দৈনিক উত্তরবার্তা পত্রিকা,জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকায় দীর্ঘ দিন কাজ করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন । তার লেখা বই শেরপুরের ইতিহাস, হজ্বের কাফেলা,হিলি থেকে কাশ্মীর,শিকরের সন্ধানে প্রকাশিত হয়েছে। এছাড়াও তার জীবনের গল্প ধারাবাহিকভাবে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং বই আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
তিনি ১৯৭৮ সালের ৬ মার্চ সিরাজগঞ্জ সদরের ঐতিহ্যবাহী গুনেরগাতী গ্ৰামের মরহুম মাজেম আলী ভূঁইয়ার কনিষ্ঠ কন্যা সুলতানা পারভীন নার্গিস এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার একমাত্র ছেলে প্রভাষক নাহিদ আল মালেক বিএ অনার্স এমএ বাংলা, এমএসএস সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বগুড়া আইন কলেজ থেকে এল এল বি ডিগ্ৰী অর্জন করেছেন এবং শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী অনার্স কলেজে শিক্ষকতা করছেন। তার একমাত্র মেয়ে ফারজানা পারভীন কলি একজন গৃহিণী।
আজকের এই শুভ জন্মদিনে তাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে তার ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি। তার জন্মদিন উপলক্ষে শেরপুর নিউজ পরিবার এবং শেরপুর মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে। এবং তার দীর্ঘায়ু কামনা করা হয়েছে।