শেরপুর নিউজ ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। বুধবার (২৯ জুন) এই অভিনেত্রীর শুভ জন্মদিন। ৪০ বছরে পা দিয়ে আজও চিরসবুজ লাস্যময়ী এই অভিনেত্রী। বয়স যেন তার কাছে একটি সংখ্যা মাত্র।
নব্বইয়ের দশকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু। এরপর ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের অভিনয়গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। শুধু বাংলাদেশেই নয়, কলকাতাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া।
সেখানেও প্রথম সারিতে রয়েছেন তিনি। সেখানকার নির্মাতা-প্রযোজক এবং দর্শকের কাছে জয়া আহসানের চাহিদা একদম উপরের দিকে। একের পর সফল ও দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন জয়া।
১৯৮৩ সালের আজকের দিনেই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জয়া আহসান। তার বাবা মুক্তিযোদ্ধা এ এস মাসউদ এবং মা রেহানা মাসউদ ছিলেন একজন শিক্ষিকা। তারা দুই বোন এক ভাই। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন। এ ছাড়া তিনি একটি সংগীত স্কুলও পরিচালনা করেন।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় জয়ার। এরপর অভিনয় করেন ‘গেরিলা’ সিনেমায় অভিনয় করে ২০১২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি। ২০১২ সালে তরুণ নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ সিনেমায় কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।
অভিনয়ে জয়ার অর্জনের ঝুঁলিতে রয়েছে দুই বাংলার একঝাঁক পুরস্কার। এ পর্যন্ত তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার বাচসাস পুরস্কার, সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার, দুবার ভারতের ফিল্মফেয়ার এবং একবার টেলি সিনে পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া অসংখ্যবার পেয়েছেন মনোনয়ন। ব্যক্তিজীবনে প্রাণিপ্রেমী অন্য এক জয়াও রয়েছে। আর এ জন্য তিনি পেয়েছিলেন সম্মাননাও।