সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ছুটি শেষে অফিস-আদালত খুলছে রবিবার

ছুটি শেষে অফিস-আদালত খুলছে রবিবার

শেরপুর নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার (২ জুলাই ) খুলছে ব্যাংক-বীমা, অফিস-আদালত ও শেয়ারবাজার। পরিবারের সঙ্গে ঈদের আনন্দের মুহূর্ত কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দিতে শনিবার থেকেই রাজধানীমুখী হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাজধানী সায়দাবাদ, গাবতলী, মহাখালী বাস টার্মিনাল ও সদরঘাট এলকায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।

এবার কুরবানির ঈদ উদযাপিত হয় ২৯ জুন বৃহস্পতিবার। সাধারণত ঈদের আগের দিন ও পরের দিন মিলিয়ে তিন দিন সরকারি ছুটি থাকে। কিন্তু ঈদযাত্রার সুবিধার কথা ভেবে ২৭ জুনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা পাঁচদিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-এক দিন ছুটি নিয়েছেন। এরফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরো দুই-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিন সহ (মঙ্গল ও বুধবার) তিন দিনে ঢাকা ছেড়েছে মোট ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন।

Check Also

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =

Contact Us