শেরপুর নিউজ ডেস্কঃ বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি শনিবার (১ জুলাই) বগুড়ায় রোটারী বর্ষ শুরু উপলক্ষ্যে র্যালিতে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভাল বলতে পারবে।
মন্ত্রী বলেন, ‘কাঁচা মরিচের দাম কেন বাড়লো, প্রোডাকশন কী, তা কৃষি মন্ত্রণালয় ভাল জানে। তবে এটুকু বলতে পারি সরকার কাঁচা মরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।’
কোরবানির চামড়ার দামের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘চামড়ায় বার বার বলেছি লবণ দিতে। কিন্তু তারা লবণ না দেয়ার কারণে চামড়ার দাম পায়নি এবং নষ্ট হয়েছে। যদি তারা লবণ দিত তাহলে ভাল দাম পেত।’
সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি যে সকল পণ্য আমদানি করতে হয় সে সব পণ্য ব্যবসায়ীরা মজুদ করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার আইন দিয়ে নিয়ন্ত্রণ করতে। এছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশেও বেশি। পরে তিনি র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
র্যালিতে রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ এর গর্ভনর আশরাফুজ্জামান নান্নু, বগুড়ার জেরা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, রোটারী ইভেন্ট চেয়ার ডা. এ এইচ জাহিদুল ইসলাম রোমেল, জেলা সেক্রেটারি আশিক ইকবাল টুটুল, বগুড়ার প্রেসিডেন্ট ডা. মতিউর রহমান, বগুড়া জোন বর্ষ শুরু র্যালির ইভেন্ট চেয়ার মামদুদুর রহমান শিপন, র্যালি রেজিস্ট্রেশন চেয়ার রেজাউল হাসান রানু প্রমুখ অংশ নেন। র্যালি শেষে মন্ত্রী রোটারীর মূল অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাকে সংবর্ধনা জানানো হয়।