শেরপুর নিউজ ডেস্কঃ আগামী ৫০ বছরের পরিকল্পনা নিয়ে বাড়িঘর নির্মাণ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সড়ক ও ড্রেন ভরাট করে বাড়িঘর নির্মাণ করলে ক্ষতি নিজেদেরই হবে। তখন দেখা যাবে নর্দমার পানি বাড়িতে উঠে যাবে। তিনি বলেন, কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না, সে যে দলেরই হোক না কেন। মদ-জুয়ার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।
ঈদের দ্বিতীয় দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারার ইউএনও ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর উদ্দীন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, আনোয়ার হোসেন, নোয়াব আলী, আবদুল মালেক, অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু প্রমুখ।