শেরপুর নিউজ ডেস্কঃ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বাড়ছে নদনদীর পানি। এর সঙ্গে যোগ হচ্ছে পাহাড়ি ঢলের পানি। সব মিলে সারাদেশের বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। ইতোমধ্যে সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জের হাওড়গুলো পানিতে টইটম্বুর হয়ে গেছে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা এবং উত্তরাঞ্চলের দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদনদীর পানি বাড়তে শুরু করেছে। সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাড়ছে যমুনার নদীর পানি।
সিরাজগঞ্জ ও এর উওরে অর্থাৎ গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ- এই এলাকায় তখন বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। তবে এবার দীর্ঘমেয়াদি বন্যার কোনো আশঙ্কা এখনো করছে না বন্যা পূর্বাভাস কেন্দ্র। ভাঙনের কবলে পড়েছে রাজবাড়ী জেলার পদ্মাপাড়। গত কয়েকদিনের মতো আগামী এক সপ্তাহ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বৃষ্টির ধারা অব্যাহত থাকলে সারাদেশেই বন্যা হতে পারে।
সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত : সিলেটে নদনদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। জনমনে বিরাজ করছে আতঙ্ক। টানা কয়েক দিন ধরে সিলেট অঞ্চলে বৃষ্টিও অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ু বেশ সক্রিয় থাকার কারণে বৃষ্টি বেড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আগামী এক সপ্তাহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ইতোমধ্যে গতকাল রবিবার সিলেটের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। সিলেট শহরের রাস্তাঘাটও পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। জেলার কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও বালাগঞ্জ উপজেলার প্রায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব উপজেলার স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন। সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে শহরে ঢুুকে পড়েছে। যে কারনে শহরের অনেক রাস্তাঘাট এখন পানির নিচে। যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন জানান, গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১১১ মিলিমিটার। গতকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে সুরমাসহ সব নদনদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার একাধিক উপজেলার নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। লোকালয় ও রাস্তাঘাটে পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ।