Home / দেশের খবর / কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে

কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে

শেরপুর নিউজ ডেস্কঃ ভারত থেকে আমদানির কাঁচামরিচ দেশের বাজারে আসার পর সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে দাম। রবিবার থেকেই দেশে ভারতীয় মরিচ আসতে শুরু করেছে। আজ সোমবারও তা অব্যাহত থাকবে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের পর ভারত থেকে ৫৫ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। মূলত ভারতীয় মরিচের আমদানি ও বৃষ্টির কারণে দেশের মরিচ গাছে ফুল আসায় আগামীতে উৎপাদন বাড়বে এমন আশাবাদেই ক্রেতাদের নাগালে আসতে শুরু করেছে পণ্যটির দাম।

কৃষি মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের ছুটির পর রবিবার বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচামরিচ দেশে এসেছে, রাতে আরও আসবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬ হাজার ৮৩০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরমধ্যে দেশে এসেছে মোট ৯৩ টন। এছাড়া, ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন।

একদিনের ব্যবধানে রাজধানীসহ দেশের বেশিরভাগ জেলার কাঁচাবাজারে মরিচের দাম কেজিতে কমেছে ১শ’ টাকার বেশি। কোনো কোনো জেলায় একদিনে মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে। ঝিনাইদহে মরিচের দর এক হাজার টাকা থেকে কমে ৫শ’ টাকায় দাঁড়িয়েছে।

শনিবার থেকে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে তবুও ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢাকায়। যা ক্রেতাদের নাগালের বাইরে। সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে প্রতিকেজি আলু ৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। রবিবার নগরীর আগারগাঁও ও বিএনপি বাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। তবে শনিবারের চেয়ে প্রতিকেজি কাঁচামরিচের দাম ১২০ টাকা কমেছে। বিএনপি বাজারে সবজি বিক্রেতা বাচ্চু শিকদার বলেন, শনিবার কাঁচামরিচ ৬০০ টাকা কেজি বিক্রি করছি। তবে রবিবারে ৪৮০ টাকা। পাইকারি বাজারে কমছে। আলু ও বেগুনের দাম বাড়তি।

হিলি ॥ দিনাজপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, হাকিমপুরের হিলিতে কাঁচামরিচের দাম কেজিতে ১২০ টাকা কমেছে। একদিন আগেও ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আজ সোমবার থেকে স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যটি আমদানি হতে পারে এমন খবরে দাম কমেছে। পুরোদমে মরিচ আমদানি শুরু হলে দাম আরও কমে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা ক্রেতা ও বিক্রেতাদের।

Check Also

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ ব্লক-সি এভিনিউ-৫ একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাতজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =

Contact Us