শেরপুর নিউজ ডেস্কঃ সম্প্রতি ইউক্রেনে ভয়ংকর এক ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন গবেষকরা। এই মরণব্যাধি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক তৈরি না হলে এটি খুব দ্রুত পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা কোভিড পরবর্তী বিপর্যয় দেখা দিতে পারে।
সুইডিশ গবেষক অধ্যাপক ক্রিশ্চিয়ান রিসবেকের বরাতে সায়েন্স ডেইলি এ তথ্য জানায়।
প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী ক্লেবসিয়েলা নিউমোনিয়া ব্যাকটেরিয়ার প্রায় ৬ শতাংশ অ্যান্টিবায়োটিক রয়েছে। অতীতে এ ধরনের রোগির অর্ধেক চীন থেকে শনাক্ত করা হয়। কিন্তু ইউরোপ এবং বাকি বিশ্বে উদ্বেগের কারণ হচ্ছে, প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলোর কোনোটিই এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না।
সুইডেনের লুন্দ ইউনিভার্সিটির ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজির অধ্যাপক রিসবেক ব্যাকটেরিয়া কোষের উপর গবেষণার ফলাফলকে এক কথায় ‘ভীতিকর’ হিসাবে আখ্যায়িত করেছেন। লুন্দ ইউনিভার্সিটির গবেষকরা ইউক্রেনের ইউকাস্ট ল্যাবরেটরির সহযোগিতায় এই গবেষণা চালিয়েছেন।
অধ্যাপক ক্রিশ্চিয়ান রিসবেক আরও জানান, আমি আগে কখনো ইউরোপে এমন ব্যাকটেরিয়া দেখিনি। ধারণা করেছিলাম ভবিষ্যতে বহু ধরনের ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া আবিষ্কৃত হবে। কিন্তু তা যে এতটা ভয়াবহ হবে, তা আমরা কেউই ভাবতে পারিনি।
তিনি আরও বলেন, এই মরণব্যাধি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক তৈরি না হলে এটি খুব দ্রুত ইউরোপে ছড়িয়ে পড়তে পারে। ইউক্রেনের হাসপাতালগুলোতে এই জীবাণুর আবিষ্কার রীতিমতো গবেষকদের বিস্মিত করেছে।
সম্প্রতি দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস-এ প্রকাশিত এই গবেষণার ফলাফলে দেখা গেছে, অনেকেই এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন।