শেরপুর নিউজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জে গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৩ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪জুলাই) জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতাউল্লাহ এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন বহিষ্কৃত সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, জাকিরুল, রেজাউল, মনিরুল, গোলাম কিবরিয়া সুমন, কফিল, ফজলু মিয়া, শহী, মকবুল, ওহিদুজ্জামান, তোফাজ্জল ও আইনাল হক।
আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১৩ আসামি জামালপুর কারাগারে রয়েছেন। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে তাদের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সবার জামিন আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে একাত্তর টিভির বকশীগঞ্জ সংবাদদাতা ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম পিটিয়ে জখম করা হয়। পরদিন ১৫ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।